ধর্ম বিশ্বাস
অতিপ্রাকৃতি শক্তি বা
শক্তিসমূহ, যার কাছে মানুষের ইহকাল ও পরকালের দায়বদ্ধতা রয়েছে, এমন বিশ্বাস।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
ধর্মবিশ্বাস |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
religion, faith, religious belief
।
ব্যাখ্যা: মনুষ্য সমাজে
ধর্মবিশ্বাসের প্রকৃতি অনুসারে নানা ধরনের ধর্মের অস্তিত্ব রয়েছে। যেমন-
(theism):
পরমেশ্বর বা দেব-দেবী বিশ্বাস রয়েছে এমন মতবাদ।
আধ্যাত্মিক বিশ্বাস
(mysticism, religious mysticism)
যে কোনো ধর্মবিশ্বাসের ভিত্তিতে সৃষ্ট আধ্যত্মিক সাধনা এবং সেই বিষয়ের মতবাদ।
হিন্দু ধর্ম
(Hinduism, Hindooism
):ভারতবর্ষে বিকশিত সনাতন ধর্ম বিশেষ।