হিন্দু ধর্ম
১. ভারতবর্ষে বিকশিত সনাতন ধর্ম বিশেষ।
ঊর্ধ্বক্রমবাচকতা { | ধর্ম বিশ্বাস | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
Hinduism, Hindooism
ব্যাখ্যা: একেশ্বর ও বহু দেবতার সংমিশ্রণে সৃষ্ট সাকার ও নিরাকারের আরাধনা নির্ভর ধর্মবিশ্বাস। এই ধর্মের ভিতরে রয়েছে ছোটো ছোটো বিশ্বাসভিত্তিক বিভাজন। এই সূত্রে তৈরি হয়েছে নানা ধরনের ধর্মীয় আচার। এই বিচারে হিন্দু ধর্মের বিষয়গুলোকে নানা ভাগে ভাগ করা যায়।
২. হিন্দু ধর্মীয় দর্শনের সূত্রে সৃষ্ট মতবাদ।
ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু ধর্ম | ধর্ম | প্রতিষ্ঠান | সামাজিক সংগঠন | সামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
যে ধর্মীয় আদর্শের উপর ভিত্তি করে হিন্দু ধর্ম প্রতিষ্টিত সেই মতবাদই হলো -হিন্দু মতবাদ। দীর্ঘ সময়ের পরিক্রমায় এই ধর্মের নানা ধরনের মতবাদ বিকশিত হয়েছে। এই সূত্রে সৃষ্টি হয়েছে নানা ধরনের সম্প্রদায়। যেমন-
অওঘর:
হিন্দু ধর্মের একটি বিশেষ ভাবাদর্শে বিশ্বাসী সন্ন্যাসীদের নিয়ে গঠিত একটি সম্প্রদায়। দশনামী ব্রহ্মগিরি নামক সন্ন্যাসী গোরক্ষনাথের প্রভাবে এই শ্রেণীর সন্ন্যাসীদের উদ্ভব হয়েছিল । গুজরাট অঞ্চলে এদের গদি আছে। গদির প্রধানকে বলা হয় মোহান্ত। গদির সন্ন্যাসীদের ভিতর থেকে মোহান্ত নিয়োগ পদে আসীন হন এবং আমৃত্যু তিনি ওই পদে থাকেন। মোহান্তের মৃত্যুর পর সন্ন্যাসীদের ভিতর থেকে নতুন মোহান্ত নির্বাচিত হন।