সামাজিক সংগঠন
দলভুক্ত জনসমষ্টি, যারা একত্রে কোনো কাজ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা { সামাজিক সংগঠন। সামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
organization, organisation

ব্যাখ্যা:
ক্ষুদ্র পরিসরে সামাজিক সংগঠন এককভাবে কোনো কার্যক্রমের একাংশ পরিচালনা করতে পারে। কিন্তু বৃহত্তর সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে, অনেকগুলো সামাজিক সংগঠন একত্রে কাজ করে। ধরা যাক একটি 'নারী শিক্ষা কার্যক্রম'। যদি দুই-এক মিলে এই কার্যক্রম পরিচালনা করে, তাহলে একক সংগঠনই হয়তো যথেষ্ঠ। কিন্তু বড় পরিসরে, প্রয়োজনানুসারে একধিক সংগঠনের প্রয়োজন হবে। এই সংগঠনের অংশগুলো হতে পারে, শিক্ষা প্রদান, সংগঠনের জন্য অর্থ সংগ্রহ এবং তার যথাযথ ব্যবহার ইত্যাদি। ফলে বড় সংগঠনের ভিতরে ছোটো ছোটো সামাজিক সংগঠনগুলো ছোটো ছোটো একক হিসেবে কাজ করে। এক্ষেত্রে এদের পরিচয় হয় সাংগঠনিক একক।