সাংগঠনিক একক
বড় ধরনের সংগঠনের একক অংশ, যা বড় সংগঠনের ক্ষুদ্র অংশের কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা রাখে।
ঊর্ধ্বক্রমবাচকতা { সাংগঠনিক একক | সামাজিক সংগঠনসামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
unit, social unit

ব্যাখ্যা:
ইংরেজিতে একে
unit বা social unit বলা। কিন্তু এই শব্দগুলো দেয়- এর প্রকৃত অর্থ বুঝা যায় না। তাই এই জাতীয় সত্তার নাম হিসেবে বাংলাতে রাখা হয়েছে সাংগঠনিক একক। কার্যক্রমের বিচারে এই এককগুলো নানা ধরনের হতে পারে। যেমন-