প্রশাসনিক
একক
বড় কোন সংগঠনের ভিতরে একটি
বিশেষ সাংঠনিক একক, যা শুধু মূল সংগঠনের প্রশাসনিক অংশ পরিচালনা করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
সাংগঠনিক
একক
|
সামাজিক সংগঠন
| সামাজিক দল
| দল
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
administrative unit,
administrative body।
ব্যাখ্যা: একটি একক সংগঠনের জন্য একটি পৃথক প্রশাসনিক একক বা প্রশাসনিক ব্যবস্থাপনা থাকে। কিন্তু একই প্রতিষ্ঠানের পৃথক কোনো অংশের জন্য পৃথক প্রশাসনিক একক থাকতে পারে। এই প্রশাসনিক এককটি মূল সংগঠনের কাছে দায়ব্দ্ধ থাকে, একই সাথে স্বতন্ত্রভাবে প্রশাসনিক ক্ষমতাও থাকে। এই জাতীয় প্রশাসনিক একক মূল সংগঠনের প্রতিনিধি হিসেবে কাজ করে। যেমন রাষ্ট্র নামক সংগঠনের অন্তর্গত লোকগণনা অধিদপ্তর, বা গোয়েন্দা দপ্তর ইত্যাদি। প্রথাগতভাবে এই জাতীয় প্রশাসনিক এককে বলা হয় সংস্থা।
-