সামাজিক দল
দলভুক্ত
জনসমষ্টি, যারা একত্রে কোনো কাজ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ সামাজিক দল | দল |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
social group
ব্যাখ্যা: সামাজিক দল আদর্শগতভাবে দল তৈরি করে। কিন্তু সেই মতকে
প্রতিষ্ঠা করার জন্য দলগত কার্যক্রমের প্রয়োজন হয়। কার্যক্রম পরিচালনার প্রয়োজনে
সামজিক দলগুলো সাংগঠনিক স্তরে প্রবেশ করে। এর ভিতর দিয়ে বিকশিত হয় সামাজিক সংগঠন।
: (organization, organisation):
দলভুক্ত
জনসমষ্টি, যারা একত্রে কোনো কাজ করে।
সরকার
পদ্ধতি:
(political system, form of government)
:
এমন একটি সামাজিক সংগঠন, যা দলগতভাবে সরকার গঠনে সচেষ্ট থাকে।
আত্মীয়-স্বজন
(kin, kin group, kinship group, kindred, clan, tribe )
:
বৈবাহিক সূত্র
বা রক্তের সম্পর্কে গঠিত সামাজিক দল।