আত্মীয়-স্বজন
বৈবাহিক সূত্র
বা রক্তের সম্পর্কে গঠিত সামাজিক দল।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ আত্মীয়-স্বজন ।
সামাজিক দল |
দল |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
kin, kin group, kinship group, kindred, clan, tribe
ব্যাখ্যা: আত্মীয়-স্বজন হলো- এমন একটি সামাজিক দল, যা বৈবাহিক বা রক্তের সম্পর্ক
দ্বারা সম্পর্কিত। আত্মীয়-স্বজনদের একটি অংশ হলো- পরিবার।
(family, family unit)
: রক্তের
সম্পর্ক দ্বারা নির্ধারিত এমন একটি আত্মীয়-স্বজনের দল, যা পিতা-মাতা ও
সন্তানদের নিয়ে গঠিত।