সেনা একক
 
সেনাবাহিনীর এমন দল যা 
এককভাবে একটি পরিচয় বহন করে। 
	ঊর্ধ্বক্রমবাচকতা
	   	
	{ সেনা একক |
সাংগঠনিক একক |
সামাজিক সংগঠন।
		সামাজিক দল 
		| দল |
	  বিমূর্তন | 
	  বিমূর্ত সত্তা | 
	  সত্তা |
	}	
  
	
	ইংরেজি: military 
	unit, military force, military group, force
	 ।
  
	
ব্যাখ্যা: সামারিক বাহিনী নানা ধরনের সেনা একক বা দল দ্বারা তৈরি হয়। এই 
এক একটি একক সেনাবাহিনীর অঙ্গ হিসেবে নিজস্ব পরিচয় বহন করে। এই বিচারে প্রতিটি 
অঙ্গের পরিচয় হয় সেনাঙ্গ হিসেবে।
army 
	unit ।): সেনাবাহিনীর এমন একটি 
	একক, যা একটি স্বতন্ত্র দল হিসেবে নিজস্ব পরিচয় বহন করে।