ব্যবসায়ী-উদ্যোগ
ব্যবসায়িক উদ্যোগের জন্য তৈরি একটি সংস্থা।
ঊর্ধ্বক্রমবাচকতা { ব্যবসায়ী-উদ্যোগ । সামাজিক সংগঠন | সামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
enterprise

ব্যাখ্যা:
ব্যবসায়ের জন্য গড়ে তোলা সংগঠন। ব্যবসায়ের প্রকৃতি অনুসারে এই উদ্যোগ দুই ধরনের হতে পারে। যেমন-কারখানা ভিত্তিক শিল্পোদ্যোগ এবং পণ্য বিনিময়-ভিত্তিক কার্যক্রম। সাধারণভাবে একে বলা যায় ব্যবসা।