ব্রহ্মা
বানান বিশ্লেষণ:ব্+র্+অ+ম্+হ+আ।
উচ্চারণ:
brom.ɦa (ব্রোম্.হা)
শব্দ-উৎস: সংস্কৃত ব্রহ্মা> বাংলা ব্রহ্মা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বৃন্‌হ (দীপ্তি পাওয়া) + মন্ (মনিন্) কর্তৃবাচ্য }
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে ইনি আদি দেবতাদের একজন। সৃষ্টির দেবতা হিসেবে এঁকে মান্য করা হয়।
সমনাম: , অউম, অকার, অগজন্ম, অঘ্ন, অক্তি, অব্জজ, অব্যক্ত, অম্বুজাসন, অম্ভোজন্মজনি, অম্ভোজযোনি, অযোনি, অযোনিজ, অষ্টকর্ণ, অষ্টাশ্রবাঃ, কঞ্জ, কঞ্জর, কমলযোনি, কমলাসন, চতুরানন, চতুর্বক্ত, চতুর্মুখ, চিদাকাশ, চিদাত্মা, চিদানন্দ, চিদাম্বর, চিদ্রূপ, জগদীশ্বর, জয়পাল, জ্ঞ ত্রিগুণাতীত, পদ্মপাণি, পদ্মভূ, পদ্মযোনি, পদ্মলাঞ্ছন, পদ্মেশয়, পদ্মোদ্ভব, পরব্রহ্ম, পরমেষ্ঠী, প্রজাপতি, প্রজাসৃক, প্রপিতামহ, বিধাতৃ, বিভূ, বিরিঞ্চি, ব্রহ্মা, লোকনাথ, লোকপিতা, লোকেশ, সনৎ, সনাতন, সৃষ্টিকর্তা, স্বভূ, স্বয়ম্ভু, স্রষ্টা, হংসবাহন , হিরণ্ময়, হিরণ্যগর্ভ, হেমাঙ্গ।

[ দেখুন: ব্রহ্মা, হিন্দু পুরাণ]