হংসবাহন
বানান বিশ্লেষণ:
হ্+অ+ং+স+অ+ব্+আ+হ্+অ+ন্+অ
শব্দ-উৎস:
সংস্কৃত
হংস
+
বাহন
বাংলা
হংসবাহন
উচ্চারণ:
ɦɔŋ.ʃo. ba.ɦon
[হং.শো.বা.হোন্ ]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হংস
বাহন
যাহার/
বহুব্রীহি সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকত
{
হিন্দু দেবতা
|
হিন্দু দৈবসত্তা
|
হিন্দু পৌরাণিক সত্তা
|
ভারতীয় পৌরাণিক সত্তা
|
পৌরাণিক সত্তা
|
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
কাল্পনিক সত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
কর্মক্ষমতা
|
জ্ঞান
|
মনস্তাত্ত্বিক ঘটনা
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি মতে,
ব্রহ্মার
বাহন হংস। এই অর্থে হংসবাহন বলতে ব্রহ্মাকে বুঝানো হয়।
সমার্থক শব্দাবলি:
হংসবাহন
,
হংসযান
,
হংসরথ
ব্রহ্মা অর্থে
সমার্থক শব্দাবলি:
অ
,
অউম
, অকার, অগজন্ম, অঘ্ন, অক্তি, অব্জজ, অব্যক্ত, অম্বুজাসন, অম্ভোজন্মজনি, অম্ভোজযোনি, অযোনি, অযোনিজ, অষ্টকর্ণ, অষ্টাশ্রবাঃ, কঞ্জ, কঞ্জর, কমলযোনি, কমলাসন, চতুরানন, চতুর্বক্ত, চতুর্মুখ, চিদাকাশ, চিদাত্মা, চিদানন্দ, চিদাম্বর, চিদ্রূপ, জগদীশ্বর, জয়পাল, জ্ঞ ত্রিগুণাতীত,
পদ্মপাণি
, পদ্মভূ, পদ্মযোনি, পদ্মলাঞ্ছন, পদ্মেশয়, পদ্মোদ্ভব, পরব্রহ্ম, পরমেষ্ঠী, প্রজাপতি, প্রজাসৃক, প্রপিতামহ, বিধাতৃ, বিভূ, বিরিঞ্চি,
ব্রহ্মা
, লোকনাথ, লোকপিতা, লোকেশ, সনৎ, সনাতন, সৃষ্টিকর্তা, স্বভূ, স্বয়ম্ভু, স্রষ্টা, হংসবাহন,
হংসযান
,
হংসরথ
,
হংসা
রুঢ়
হিরণ্ময়, হিরণ্যগর্ভ, হেমাঙ্গ।
[
দেখুন:
ব্রহ্মা, হিন্দু পুরাণ
]
সূত্র :
চলন্তিকা
। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান
। মার্চ ২০০৫।
শব্দসঞ্চয়িতা
। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
শব্দার্থ প্রকাশিকা
। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
সংসদ বাংলা অভিধান
। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
সংস্কৃত বাংলা অভিধান
। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত পুস্তক ভাণ্ডার, বইমেলা ১৪০৮
সরল বাঙ্গালা অভিধান
। সুবলচন্দ্র মিত্র।
wordnet 2.1