সমার্থক শব্দাবলি: ব্রহ্মা অর্থে- অ, অউম, অকার, অগজন্ম, অঘ্ন, অক্তি, অব্জজ, অব্যক্ত, অম্বুজাসন, অম্ভোজন্মজনি, অম্ভোজযোনি, অযোনি, অযোনিজ, অষ্টকর্ণ, অষ্টাশ্রবাঃ, কঞ্জ, কঞ্জর, কমলযোনি, কমলাসন, চতুরানন, চতুর্বক্ত, চতুর্মুখ, চিদাকাশ, চিদাত্মা, চিদানন্দ, চিদাম্বর, চিদ্রূপ, জগদীশ্বর, জয়পাল, জ্ঞ ত্রিগুণাতীত, পদ্মপাণি, পদ্মভূ, পদ্মযোনি, পদ্মলাঞ্ছন, পদ্মেশয়, পদ্মোদ্ভব, পরব্রহ্ম, পরমেষ্ঠী, প্রজাপতি, প্রজাসৃক, প্রপিতামহ, বিধাতৃ, বিভূ, বিরিঞ্চি, ব্রহ্মা, লোকনাথ, লোকপিতা, লোকেশ, সনৎ, সনাতন, সৃষ্টিকর্তা, স্বভূ, স্বয়ম্ভু, স্রষ্টা, হংসবাহন, হংসযান, হংসরথ, হংসারুঢ় হিরণ্ময়, হিরণ্যগর্ভ, হেমাঙ্গ।
[ দেখুন: ব্রহ্মা, হিন্দু পুরাণ]