যান
বানান বিশ্লেষণ: য্+আ+ন্+অ
শব্দ-উৎস: সংস্কৃত যান > বাংলা যান
উচ্চারণ:
ɟan [যান্]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
যা (গতি) + অন্ (ল্যুট), ভাববাচ্য
পদ: বিশেষ্য অর্থ: যা মানুয বা মালামাল পরিবহনে ব্যহৃত হয়।
সমার্থক শব্দাবলি: বাহন , রথ, যান
যুক্তশব্দ: পরপদ

সূত্র :