যা
ক্রিয়ামূল
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ গতি। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, সেগুলো হলো-
বাংলা ক্রিয়াপদের ক্রিয়ামূল। সংস্কৃত ক্রিয়ামূল যা (গতি) থেকে এই যাওয়া অর্থে এই ক্রিয়ামূল ব্যবহৃত হয়।


দেখুন : গ যা ক্রিয়ামূল

যা ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের তালিকা

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ যা যান যান যাও যাস যাই
ঘটমান যাচ্ছে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছ যাচ্ছিস যাচ্ছি
পুরাঘটিত            
অনুজ্ঞা যাক যান যান যাও যা, যাস  
অতীত সাধারণ            
নিত্যবৃত্ত যেত যেতেন যেতেন যেতে যেতি যেতাম
ঘটমান যাচ্ছিল যাচ্ছিলেন যাচ্ছিলেন যাচ্ছিলে যাচ্ছিলি যাচ্ছিলাম
পুরাঘটিত            
ভবিষ্যৎ সাধারণ যাবে যাবেন যাবেন যাবে যাবি যাব
ঘটমান যেতে থাকবে যেতে থাকবেন যেতে থাকবেন যেতে থাকবে যেতে থাকবি যেতে থাকব
পুরাঘটিত            
অনুজ্ঞা       যেয়ো যাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ যায় যান যান যাও যাস যাই
ঘটমান যাইতেছে যাইতেছেন যাইতেছেন যাইতেছ যাইতেছিস যাইতেছি
পুরাঘটিত            
অনুজ্ঞা যাউক যাউন যাউন যাইও যাইস  
অতীত সাধারণ যাইল যাইলেন যাইলেন যাইলে যাইলি যাইলাম
নিত্যবৃত্ত যাইত যাইতেন যাইতেন যাইতে যাইতিস যাইতাম
ঘটমান যাইতেছিল যাইতেছিলেন যাইতেছিলেন যাইতেছিলে যাইতেছিলি যাইতেছিলাম
পুরাঘটিত            
ভবিষ্যৎ সাধারণ যাইবে যাইবেন যাইবেন যাইবে যাইবি যাইব
ঘটমান যাইতে থাকিবে যাইতে থাকিবেন যাইতে থাকিবেন যাইতে থাকিবে যাইতে থাকিবি যাইতে থাকিব
পুরাঘটিত            
অনুজ্ঞা       যাইয়ো যাইবি  

সমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : যাইতে, যাইলে, যাইয়া।          চলিত রীতি :  যেতে, গেলে, গিয়ে


সূত্র :