সংস্কৃত Öগম্ (গমন করা)>বাংলা>Ö
গণ:
স্বরান্ত ক্রিয়ামূল, অসম্পূর্ণ, সম্পূরক। ১.১.১.৪।

ক্রিয়াপদ উৎপাদক
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- যাওয়া এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন কিছু অকর্মক ক্রিয়াপদ Öযা ক্রিয়ামূলের পূরক ক্রিয়াপদ হিসাবে ব্যবহৃত হয় আবার এই ক্রিয়ামূলের দ্বারা ক্রিয়াপদের পূর্ণ তালিকা প্রস্তুত করা যায় না, তাই একে অসম্পূর্ণ ধাতু  বা অসম্পূর্ণ ক্রিয়ামূল বলা হয় দেখুন : গ যা ক্রিয়ামূল

এই
ক্রিয়ামূল থেকে উৎপন্ন পুরাঘটিত ক্রিয়াপদে গ ধ্বনি গি-তে পরিণত হয় যেমনগিয়াছে, গিয়াছিল, গিয়ে থাকব, গিয়া থাকিব ইত্যাদি এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন অসমাপিকা ক্রিয়াপদগুলো হলো- গিয়া, গিয়ে, গেলে। নিচে এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।
 

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

           

ঘটমান

           

পুরাঘটিত

গিয়েছে

গিয়েছেন

গিয়েছেন

গিয়েছ

গিয়েছিস

গিয়েছি

অনুজ্ঞা

           

অতীত

সাধারণ

গে

গেলেন

গেলেন

গেলে

গেলি

গেলাম

নিত্যবৃত্ত

           

ঘটমান

           

পুরাঘটিত

গিয়েছিল

গিয়েছিলেন

গিয়েছিলেন

গিয়েছিলে

গিয়েছিলি

গিয়েছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

           

ঘটমান

           

পুরাঘটিত

গিয়ে থাকবে

গিয়ে থাকবেন

গিয়ে থাকবেন

গিয়ে থাকবে

গিয়ে থাকবি

গিয়ে থাকব

অনুজ্ঞা

           

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

যায়

যান

যান

যাও

যাস

যাই

ঘটমান

           

পুরাঘটিত

গিয়াছে

গিয়াছেন

গিয়াছেন

গিয়াছ

গিয়াছিস

গিয়াছি

অনুজ্ঞা

           

অতীত

সাধারণ

           

নিত্যবৃত্ত

           

ঘটমান

           

পুরাঘটিত

গিয়াছিল

গিয়াছিলেন

গিইয়াছিলেন

গিয়াছিলে

গিয়াছিলি

গিয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

           

ঘটমান

           

পুরাঘটিত

গিয়া থাকিবে

গিয়া থাকিবেন

গিয়া থাকিবেন

গিয়া থাকিবে

গিয়া থাকিবি

গিয়া থাকিব

অনুজ্ঞা

যাক

যাইবেন

যাইবেন

যাইয়ো

যাইবি

 

সমাপিকা ক্রিয়া :                  চলিত রীতি :  গেলে, গিয়ে


সূত্র :