গম্
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো-গমন
করা।
এই ক্রিয়ামূলের সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন পদ তৈরি হয়ে থাকে
এবং তাদের ভিতর যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়, তাদের তালিকা দেওয়া হলো।
যেমন―
√গম্ (গমন করা) +অ (ড)=গম
পত- √গম্ (গমন করা) +অ (ড), পক্ষে অ (খচ্)=পতঙ্গম
পত- √গম্ (গমন করা) +অ (ড), বিকল্পে (ডিৎখচ)=পতঙ্গ
√গম (গমন করা) + অ (অচ)=গম (গামী অর্থে)
√গম (গমন করা) + অ (অপ)=গম (গমন অর্থে)
√গম (গমন করা) + অ (ঘঞ্)= গম (গমন)
√গম (গমন করা) +অন্ (অনট, ল্যুট) =গমন।
√গম্ (গমন করা) +অন্ (যুচ)=গগন
√গম (গমন করা) +অনীয় (অনীয়রঃ) =গমনীয়।
√গম (গমন করা) +ইন্ (ণিনি) =গামী।
√গম (গমন করা) +ক্বিপ (০) =জগৎ
√গম (গমন করা) +ত (ক্ত)=গত।
√গম (গমন করা) +তব্য =গন্তব্য।
√গম (গমন করা) +তি (ক্তিন্)=গতি।
√গম (গমন করা) +ত্র (ত্রন্)=গাত্র
এই ধাতু থেকে সরাসরি কোন ক্রিয়াপদ উৎপন্ন হয়ে বাংলাতে ব্যবহৃত হয়
না।
তবে এই ধাতু থেকে উৎপন্ন
√উগ,
√গ
থেকে ক্রিয়াপদের উৎপন্ন হয়।
এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু
√গমি
{√গম
(গমন করা) +ণিচ}।
দেখুন : গমি।
এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু
√গোঁআ,
√গোঁয়া,
√গোঙা,
√গোঞা।
দেখুন
: গোঁআ, গোঁয়া, গোঙা, গোঞা
।