গ-যা
পূরক, গ-যা-আদি গণ: স্বরান্ত ক্রিয়ামূল. ১.২.১.২.৪:

 

এই গণের অধীনস্থ ক্রিয়ামূল এককভাবে ক্রিয়াপদ নির্ধারক আদর্শ সারণী'র সকল ঘর পূরণ করে না। এই কারণে এটি অসম্পূর্ণ গণ বলা যেতে পারে। কিন্তু ক্রিয়াপদ নির্ধারক আদর্শ সারণী'সকল ঘর পূর্ণ হয়ে থাকে অন্য ক্রিয়ামূল দ্বারা। যেমন এবং া ক্রিয়ামূল। া ক্রিয়ামূলের অসম্পূর্ণ ক্রিয়ামূল পূরক-ক্রিয়ামূল হলো- লক্ষ্যণীয় বিষয় যে, ক্রিয়ার সকল কালে Öগ্ ধাতুজাত সকল ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয় না এক্ষেত্রে ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের শূন্যস্থান ক্রিয়ামূলজাত ক্রিয়াপদ দ্বারা পূরণ করা হয় বা এর উল্টোও বলা যায়। তাই এই দুটি ক্রিয়ামূল পরস্পরের পূরক ধাতু হিসাবে বিবেচনা করা হয়ে থাকে  

নিচে গ-যা ক্রিয়ামূলের তালিকা দেওয়া হলো।

 

গ-যা ক্রিয়ামূলদ্বয়ের দ্বারা সৃষ্ট সম্পূরক তালিকা

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ যা যান যান যাও যাস যাই
ঘটমান যাচ্ছে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছ যাচ্ছিস যাচ্ছি
পুরাঘটিত গিয়েছে গিয়েছেন গিয়েছেন গিয়েছ গিয়েছিস গিয়েছি
অনুজ্ঞা যাক যান যান যাও যা, যাস  
অতীত সাধারণ গে গেলেন গেলেন গেলে গেলি গেলাম
নিত্যবৃত্ত যেত যেতেন যেতেন যেতে যেতি যেতাম
ঘটমান যাচ্ছিল যাচ্ছিলেন যাচ্ছিলেন যাচ্ছিলে যাচ্ছিলি যাচ্ছিলাম
পুরাঘটিত গিয়েছিল গিয়েছিলেন গিয়েছিলেন গিয়েছিলে গিয়েছিলি গিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ যাবে যাবেন যাবেন যাবে যাবি যাব
ঘটমান যেতে থাকবে যেতে থাকবেন যেতে থাকবেন যেতে থাকবে যেতে থাকবি যেতে থাকব
পুরাঘটিত গিয়ে থাকবে গিয়ে থাকবেন গিয়ে থাকবেন গিয়ে থাকবে গিয়ে থাকবি গিয়ে থাকব
অনুজ্ঞা       যেয়ো যাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ যায় যান যান যাও যাস যাই
ঘটমান যাইতেছে যাইতেছেন যাইতেছেন যাইতেছ যাইতেছিস যাইতেছি
পুরাঘটিত গিয়াছে গিয়াছেন গিয়াছেন গিয়াছ গিয়াছিস গিয়াছি
অনুজ্ঞা যাউক যাউন যাউন যাইও যাইস  
অতীত সাধারণ যাইল যাইলেন যাইলেন যাইলে যাইলি যাইলাম
নিত্যবৃত্ত যাইত যাইতেন যাইতেন যাইতে যাইতিস যাইতাম
ঘটমান যাইতেছিল যাইতেছিলেন যাইতেছিলেন যাইতেছিলে যাইতেছিলি যাইতেছিলাম
পুরাঘটিত গিয়াছিল গিয়াছিলেন গিইয়াছিলেন গিয়াছিলে গিয়াছিলি গিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ যাইবে যাইবেন যাইবেন যাইবে যাইবি যাইব
ঘটমান যাইতে থাকিবে যাইতে থাকিবেন যাইতে থাকিবেন যাইতে থাকিবে যাইতে থাকিবি যাইতে থাকিব
পুরাঘটিত গিয়া থাকিবে গিয়া থাকিবেন গিয়া থাকিবেন গিয়া থাকিবে গিয়া থাকিবি গিয়া থাকিব
অনুজ্ঞা       যাইয়ো যাইবি  

সমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : যাইতে, যাইলে, যাইয়া।          চলিত রীতি :  যেতে, গেলে, গিয়ে


সূত্র :