স্বরান্ত ক্রিয়ামূল-ভিত্তিক গণ

স্বরান্ত ক্রিয়ামূল (Vowel Ended Verb Root) -ভিত্তিক গণের ক্রিয়ামূলের শেষে স্বরবর্ণ থাকবে।  যেমন
                           ১.১. অ-অন্ত
: , , , , ,
,
                           ১.২. আকারান্ত: খা, চা, ধা, পা, যা, করা, খাওয়া ইত্যাদি।
                           ১.৩. ইকারান্ত: দি, নি। এই সকল ক্রিয়ামূলের ই-কার
                           ১.৪. উকারান্ত: ছুঁ, থু, ধু, দু, শু

এইসকল ক্রিয়ামূলের সাথে যখন ক্রিয়া-বিভক্তি যুক্ত হয়, তখন কাল, পুরুষ এবং সাধু-চলিতের বিচারে কিছু বানান পার্থক্যের সৃষ্টি হয়। যেমন- 'ল' ক্রিয়ামূলজাত শব্দের চলিত রীতি প্রচলিত নয়। অর্থাৎ বাংলাতে, লচ্ছি, লচ্ছিলাম,  লচ্ছেছি ইত্যাদি হয় না। কিন্তু সাধু রীতিতে- লইতেছি, লইয়াছি ইত্যাদি হয়। আবার হ ধাতুজাত ক্রিয়াপদে দেখা যায় - এর সাধু ও চলিত রূপের সকল ক্রিয়াপদ রয়েছে। এই সকল বিচারে যেভাবে উপরের তালিকার বর্ধিত রূপ পাওয়া যাবে। নিচে স্বরান্ত ক্রিয়ামূলের গণ এবং গণের অন্তর্গত ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো