গণ ও ক্রিয়ামূল
ক্রিয়ামূল এটি বাংলা চলিতরীতিতে ল ক্রিয়ামূল থেকে এই ক্রিয়াপদ তৈরি হয়।

এটি স্বরান্ত ক্রিয়ামূল শ্রেণির অন্তর্গত।
গণসংখ্যা:
১.১.১.২

সংস্কৃত হ্ (গ্রহণ করা)>Öলহ>বাংলা ক্রিয়ামূল Ö এর ভাবগত অর্থ হলো- গ্রহণ করা বা থাকা। সূত্রানুসারে এই ধাতুজাত ক্রিয়াপদের পূর্ণতালিকা তৈরি করা সম্ভব হলেও, বাস্তবে এর অধিকাংশ ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করা যায় নারাজশেখর সুর প্রণীত অভিধান 'চলন্তিকা'র মতে- এই ক্রিয়ামূল থেকে শুধু সাধু রূপ পাওয়া যায়। নিচে এর ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।

সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ লয় লন লন লও লই
ঘটমান লইতেছে লইতেছেন লইতেছেন লইতেছে লইতেছিস লইতেছি
পুরাঘটিত লইয়াছে লইয়াছেন লইয়াছেন লইয়াছ লইয়াছিস লইয়াছি
অনুজ্ঞা লউক উন লউন লও  
অতীত সাধারণ লইল লইলেন লইলেন লইলে লইলি লইলাম
নিত্যবৃত্ত লইত লইতেন লইতেন লইতে লইতি লইতাম
ঘটমান লইতেছিল লইতেছিলেন লইতেছিলেন লইতেছিলে লইতেছিল লইতেছিলাম
পুরাঘটিত ইয়াছিল লইয়াছিলেন লইয়াছিলেন লইয়াছিলে লইয়াছিলি লইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ লইবে লইবেন লইবেন লইবে লইবি লইব
ঘটমান লইতে থাকিবে লইতে থাকিবেন লইতে থাকিবেন লইতে থাকিবে লইতে থাকিবি তে থাকিব
পুরাঘটিত ইয়া থাকিবে ইয়া থাকিবেন ইয়া থাকিবেন ইয়া থাকিবে ইয়া থাকিবি ইয়া থাকিব
অনুজ্ঞা লইবে লইবেন লইবেন লইও, লইয়ো  

অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি:   লইতে, লইয়া


সূত্র :