১. সংস্কৃত Öমৃ (বিনাশ হওয়া)>প্রাকৃত Öমর্>বাংলা Ö 
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো-মরা এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া মধ্যযুগীয় কবিতায় ব্যবহৃত হয়েছে যেমন মনের অনলে মনু (মরিনু)/চণ্ডীদাস
 

২.  সংস্কৃত Öমথ্ (মন্থন করা)>প্রাকৃত Öমহ্>বাংলা Ö
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া মধ্যযুগীয় কবিতায় ব্যবহৃত হয়েছে

উভয় অর্থেই যে সকল ক্রিয়াপদ উৎপন্ন হয়ে থাকে, তার অধিকাংশই বর্তমানে বিরল
গণ : স্বরান্ত, ১.১.২.১.. হ-আদি গণ
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলো তালিকায় নিচে দেওয়া হলো
 

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

ঘটমান

মচ্ছে

মচ্ছেন

মচ্ছেন

মচ্ছ

মচ্ছিস

মচ্ছি

পুরাঘটিত

ময়েছে

ময়েছেন

ময়েছেন

ময়েছ

ময়েছিস

ময়েছি

অনুজ্ঞা

মন

মন

মও

 

অতীত

সাধারণ

লেন

লেন

লে

লি

লা

নিত্যবৃত্ত

তেন

তেন

তে

তি

তা

টমা

মচ্ছিল

মচ্ছিলেন

মচ্ছিলেন

মচ্ছিলে

মচ্ছিলি

মচ্ছিলা

পুরাঘটিত

য়েছিল

ময়েছিলেন

ময়েছিলেন

ময়েছিলে

ময়েছিলি

ময়েছিলা

ভবিষ্যৎ

সাধারণ

মবে

মবেন

মবেন

মবে

মবি

মব

ঘটমা

তে থাবে

তে থাবেন

মতে থাবেন

তে থাবে

তে থাবি

তে থা

পুরাঘটিত

ময়ে থাবে

ময়ে থাবেন

ময়ে থাবেন

ময়ে থাবে

ময়ে থাবি

ময়ে থা

অনুজ্ঞা

বে

মবেন

মবেন

 

সাধু রূপ 

কালের না

না পুরুষ

ধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

ময়েন, ম

ময়েন, ম

মও

মই, মস

ঘটমান

ইতেছে

ইতেছেন

ইতেছেন

ইতেছ

ইতেছিস

ইতেছি

পুরাঘটিত

ইয়াছে

য়াছেন

য়াছেন

য়াছ

য়াছিস

য়াছি

অনুজ্ঞা

ক, মক

উন, মন

উন, মন

 

অতীত

সাধারণ

মইল

মইলেন

মইলেন

মইলে

মইলি

মইলাম

নিত্যবৃত্ত

মইত

মইতেন

মইতেন

মইতে

মইতিস

মইতাম

ঘটমান

মইতেছিল

মইতেছিলেন

মইতেছিলেন

মইতেছিলে

মইতেছিলি

মইতেছিলাম

পুরাঘটিত

মইয়াছিল

মইয়াছিলেন

মইয়াছিলেন

মইয়াছিলে

মইয়াছিলি

মইয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

মইবে

মইবেন

মইবেন

মইবে

মইবি

মইব

ঘটমান

মইতে থাকিবে

মইতে থাকিবেন

ইতে থকিবেন

ইতে থাকিবে

ইতে থাকিবি

ইতে থাকি

পুরাঘটিত

য়া থাকিবে

য়া থাকিবেন

য়া থকিবেন

য়া থকিবে

য়া থকিবি

য়া থকি

অনুজ্ঞা

ইবে

মইবেন

মইবেন

মইও, মইয়ো

মইস, মস

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : মইতে, মইলে, মইয়া, মইবার, মওয়া।          চলিত রীতি :  মতে, মলে, ময়ে, মবার, মওয়া

সূত্র :