চা
ক্রিয়ামূল

১. সংস্কৃত Öবাঞ্ছ>বাংলা Öচাহ, Öচা
এর ভাবগত অর্থ হলো- চাওয়া, প্রার্থনা করা।

২. সংস্কৃত Öচক্ষ্ (দেখা)>প্রাকৃত Öচক্‌খ>Öচাখ>বাংলা Öচাহ্, Öচা
এর ভাবগত অর্থ হলো- তাকানো

উভয় অর্থের উৎপন্ন সকর্মক ক্রিয়াপদগুলোর বানান একই
গণ শ্রেণি:  স্বরান্ত ক্রিয়ামূল, আকারান্ত, গা-আদি গণ ১.২.১.২.৩.
ই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদের তালিকা নিচে দেওয়া হলো
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ চায় চান চান চাও চাস চাই
ঘটমান চাচ্ছে চাচ্ছেন চাচ্ছেন চাচ্ছ চাচ্ছিস চাচ্ছি
পুরাঘটিত চেয়েছে চেয়েছেন চেয়েছেন চেয়েছ চেয়েছিস চেয়েছি
  অনুজ্ঞা চাক চান চান চাও চা  
অতীত সাধারণ চাইল চাইলেন চাইলেন চাইলে চাইলি চাইলাম
নিত্যবৃত্ত চাই চাইতেন চাইতেন চাইতে চাইতি চাইতাম
ঘটমান চাচ্ছিল চাচ্ছিলেন চাচ্ছিলেন চাচ্ছিলে চাচ্ছিলি চাচ্ছিলাম
পুরাঘটিত চেয়েছিল চেয়েছিলেন চেয়েছিলেন চেয়েছিলে চেয়েছিলি চেয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ চাবে/চাইবে চাবেন/চাইবেন চাবেন/চাইবেন চাবে/চাইবে চাবি/চাইবি চাব/চাইব
ঘটমান চাইতে থাকবে চাইতে থাকবেন চাইতে থাকবেন চাইতে থাকবে চাইতে থাকবি চেতে থাকব
পুরাঘটিত চেয়ে থাকবে চেয়ে থাকবেন চেয়ে থাকবেন চেয়ে থাকবে চেয়ে থাকবি চেয়ে থাকব
অনুজ্ঞা চাবে চাবেন চাবেন চেয়ো চাস্, চাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ চায় চান চান চাও চা চাই
ঘটমান চাইতেছে চাইতেছেন চাইতেছেন চাইতেছ চাইতেছিস চাইতেছি
পুরাঘটিত চাইয়াছে চাইয়াছেন চাইয়াছেন চাইয়াছ চাইয়াছিস চাইয়াছি
অনুজ্ঞা চাউক চাউন চাউন চাইও চাইস  
অতীত সাধারণ চাইল চাইলেন চাইলেন চাইলে চাইলি চাইলাম
নিত্যবৃত্ত চাইত চাইতেন চাইতেন চাইতে চাইতিস চাইতাম
ঘটমান চাইতেছিল চাইতেছিলেন চাইতেছিলেন চাইতেছিলে চাইতেছিলি চাইতেছিলাম
পুরাঘটিত চাইয়াছিল চাইয়াছিলেন চাইয়াছিলেন চাইয়াছিলে চাইয়াছিলি চাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ চাইবে চাইবেন চাইবেন চাইবে চাইবি চাইব
ঘটমান চাইতে থাকিবে চাইতে থাকিবেন চাইতে থাকিবেন চাইতে থাকিবে চাইতে থাকিবি চাইতে থাকিব
পুরাঘটিত চাইয়া থাকিবে চাইয়া থাকিবেন চাইয়া থাকিবেন চাইয়া থাকিবে চাইয়া থাকিবি চাইয়া থাকিব
অনুজ্ঞা চাইবে চাইবেন চাইবেন চাইও, চাইয়ো চাইস, চাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : চাইতে, চাইলে, চাইয়া।          চলিত রীতি :  চাইতে, চাইলে, চেয়ে


সূত্র :