পা
সংস্কৃত ক্রিয়ামূল। ভিন্ন ভিন্ন অর্থে এই ক্রিয়ামূল থেকে ভিন্ন ভিন্ন শব্দ তৈরি হয়।
. পান করা অর্থে-

পা (পান করা) +অ (ক)=প

পা (পান করা) +অন্ (ল্যুট) =পান  

পা (পান করা) +অনীয় (অনীয়রঃ) =পানীয়

এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু পি, পিপাস্, পী দেখুন: পি, পিপাস, পী
 

. রক্ষা করা, পালন করা
এর ভাবগত অর্থ-
 এই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য পদ বাংলাতে ব্যবহৃত হয় যেমন-

নৃ (নর) +পা (রক্ষা করা) +অ (ক)=নৃপ (রাজা)

পা (রক্ষা করা) +অতি (ডতি)=পতি

পা  (রক্ষা করা)+উম্‌স্ (ডুম্‌সুন্) =পুমান

   পা (রক্ষা করা) +ত্র (ষ্ট্রন)=পাত্র

 

 

সংস্কৃত প্র + আপ্-প্রাপ>প্রাকৃত পাব>বাংলা পা
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- পাওয়া এই ধাতুজাত সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়
গণ: স্বরান্ত ক্রিয়ামূল, আকারান্ত, খা-আদি গণ: ১.২.১.২.১
নিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলোর তালিকা দেওয়া হলো

 

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

পায়

পান

পান

পাও

পা

পাই

ঘটমান

পাচ্ছে

পাচ্ছেন

পাচ্ছেন

পাচ্ছ

পাচ্ছিস

পাচ্ছি

পুরাঘটিত

পেয়েছে

পেয়েছেন

পেয়েছেন

পেয়েছ

পেয়েছিস

পেয়েছি

অনুজ্ঞা

পাক

পান

পান

পাও

পা

 

অতীত

সাধারণ

পেল

পেলেন

পেলেন

পেলে

পেলি

পেলাম

নিত্যবৃত্ত

পেত

পেতেন

পেতেন

পেতে

পেতি

পেতাম

ঘটমান

পাচ্ছিল

পাচ্ছিলেন

পাচ্ছিলেন

পাচ্ছিলে

পাচ্ছিলি

পাচ্ছিলাম

পুরাঘটিত

পেয়েছিল

পেয়েছিলেন

পেয়েছিলেন

পেয়েছিলে

পেয়েছিলি

পেয়েছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

পাবে

পাবেন

পাবেন

পাবে

পাবি

পাব

ঘটমান

পেতে থাকবে

পেতে থাকবেন

পেতে থাকবেন

পেতে থাকবে

পেতে থাকবি

পেতে থাকব

পুরাঘটিত

পেয়ে থাকবে

পেয়ে থাকবেন

পেয়ে থাকবেন

পেয়ে থাকবে

পেয়ে থাকবি

পেয়ে থাকব

অনুজ্ঞা

পাবে

পাবেন

পাবেন

পেয়ো

পাস্, পাবি

 

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

পায়

পান

পান

পাও

পাইস

পাই

ঘটমান

পাইতেছে

পাইতেছেন

পাইতেছেন

পাইতেছ

পাইতেছিস

পাইতেছি

পুরাঘটিত

পাইয়াছে

পাইয়াছেন

পাইয়াছেন

পাইয়াছ

পাইয়াছিস

পাইয়াছি

অনুজ্ঞা

পাউক

পাউন

পাউন

পাইও

পাইস

 

অতীত

সাধারণ

পাইল

পাইলেন

পাইলেন

পাইলে

পাইলি

পাইলাম

নিত্যবৃত্ত

পাইত

পাইতেন

পাইতেন

পাইতে

পাইতিস

পাইতাম

ঘটমান

পাইতেছিল

পাইতেছিলেন

পাইতেছিলেন

পাইতেছিলে

পাইতেছিলি

পাইতেছিলাম

পুরাঘটিত

পাইয়াছিল

পাইয়াছিলেন

পাইয়াছিলেন

পাইয়াছিলে

পাইয়াছিলি

পাইয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

পাইবে

পাইবেন

পাইবেন

পাইবে

পাইবি

পাইব

ঘটমান

পাইতে থাকিবে

পাইতে থাকিবেন

পাইতে থাকিবেন

পাইতে থাকিবে

পাইতে থাকিবি

পাইতে থাকিব

পুরাঘটিত

পাইয়া থাকিবে

পাইয়া থাকিবেন

পাইয়া থাকিবেন

পাইয়া থাকিবে

পাইয়া থাকিবি

পাইয়া থাকিব

অনুজ্ঞা

পাইবে

পাইবেন

পাইবেন

পাইও, পাইয়ো

পাইস, ইবি

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : পাইতে, পাইলে, পাইয়া।          চলিত রীতি :  পেতে, পেলে, পেয়ে


সূত্র :