অতি (ডতি)
কৃৎ প্রত্যয় এই প্রত্যয় যুক্ত হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন

ক. অতি (ডতি) বঙ্গীয় শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায়, বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান
খ. ডতি
। সরল বাঙ্গালা ভাষার অভিধান/সুবলচন্দ্র মিত্র।
. অতি- বাঙ্গালা ভাষার অভিধান-জ্ঞানেন্দ্রমোহন দাস।

এই গ্রন্থে এই প্রত্যয়কে তি (ডতি) হিসাবে উল্লেখ করা হবে। এই প্রত্যয় যোগে উৎপন্ন পদগুলি হলো-
      
পা (পালন করা) + তি (ডতি)= পতি