পতি
বানান বিশ্লেষণ:
প্+অ+ত্+ই
উচ্চারণ:
po.t̪i
(পো.তি)।
শব্দ-উৎস:
সংস্কৃত
পতিঃ>বাংলা
পতি।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√পা
(রক্ষা করা) +অতি
(ডতি),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {| দাম্পত্যসঙ্গী | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: প্রথাগত বৈবাহিকসূত্র জীবনে নারীর যৌনসঙ্গী।
সমার্থক শব্দাবলি: কান্ত, পতি, বর, ভর্তা, ভাতার, স্বামী।
ইংরেজি: husband, hubby, married man।
বিশেষ্য
২. ঊর্ধ্বক্রমবাচকতা {| ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ ২.১: যে পালন করে বা রক্ষা করে।সমার্থক শব্দাবলি: পালক, রক্ষক, রক্ষাকর্তা।
উদাহরণ: ভূপতি (ভূমির রক্ষক)
অর্থ ২.২: এমন একজন ব্যক্তি, যার তত্ত্বাবধানে বা নির্দেশে কোনো বিশেষ কর্ম সম্পাদিত হয়।
সমার্থক শব্দাবলি: অধিকর্তা, অধিনায়ক, নায়ক, পরিচালক।
উদাহরণ: সেনাপতি।
অর্থ ২.৩: এমন একজন ব্যক্তি, যিনি কোনো বিষয় বা অবস্থার অপরিবর্তনীয় অধিকর্তা। যেমন
সমার্থক শব্দাবলি: অধীশ্বর, প্রভু।
উদাহরণ: দিনের পতি সূর্য। জগতের পতি ঈশ্বর।
ইংরেজি: head, chief, top dog
যুক্তশব্দ: