বিশেষ্যএমন একজন ব্যক্তি, যিনি কোনো নারীর প্রণয়পাত্র হিসেবে বিবেচিত হন।
ঊর্ধ্বক্রমবাচকতা { দাম্পত্য সম্পর্ক | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা|} অর্থ: প্রথাগত বৈবাহিকসূত্র জীবনে নারীর যৌনসঙ্গী। স্ত্রীর কাম্য বলে সে কান্ত।
সমার্থক শব্দাবলি: কান্ত, পতি, বর, ভর্তা, ভাতার, স্বামী।
২. ঊর্ধ্বক্রমবাচকতা { ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:
পদ:
বিশেষণ
অর্থ:
যা কাম্য- এই অর্থে কান্ত,
কমনীয়, কাম্য। সাধারণ সমার্থ- সুন্দর, মনোরম, মনোহর।