কান্ত
বানান বিশ্লেষণ : ক্+আ+ন্+ত্+অ।
উচ্চারণ:
kan.t̪o (কান্.তো)
শব্দ-উৎস: সংস্কৃত (কান্ত)>বাংলা কান্ত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কম্ (ইচ্ছা করা, কামনা করা) ত (ক্ত) কর্মবাচ্য
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { দাম্পত্য সম্পর্ক | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা|}

অর্থ: প্রথাগত বৈবাহিকসূত্র জীবনে নারীর যৌনসঙ্গী। স্ত্রীর কাম্য বলে সে কান্ত।
সমার্থক শব্দাবলি: কান্ত, পতি, বর, ভর্তা, ভাতার, স্বামী।

২. ঊর্ধ্বক্রমবাচকতা { ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:
 এমন একজন ব্যক্তি, যিনি কোনো নারীর প্রণয়পাত্র হিসেবে বিবেচিত হন।
সমার্থক শব্দাবলি: কান্ত, নায়ক, প্রণয়ী, প্রেমিক, বল্লভ। 
ইংরেজি:
lover

৩.
যার সৌন্দর্য কামনা করা হয়- এই অর্থে মণি। (সূর্যকান্ত বা সূর্যমণি)
৪. কর্ম কামনা করে যে, এই অর্থে- কর্মবীর। ব্যাঙ্গার্থে- অগাকান্ত (যে পুরুষ নির্বোধ)

পদ: বিশেষণ
অর্থ: যা কাম্য- এই অর্থে কান্ত, কমনীয়, কাম্য। সাধারণ সমার্থ- সুন্দর, মনোরম, মনোহর।