কম
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–  ইচ্ছ করা বা কামনা করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।
                       
কম্ (ইচ্ছা করা, কামনা করা) + অল (কলচ)=কমল
                      
কম্ (ইচ্ছা করা, কামনা করা) +অনীয় (অনীয়রঃ) =কমনীয়
                      
কম (ইচ্ছা করা, কামনা করা) +ইন্ (ণিনি)=কামিন্>কামী
                     
কম (ইচ্ছা করা, কামনা করা) +ত (ক্ত)=কান্ত

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু কামি (কম্ +ণিচ) দেখুন : কামি 

২.ফার্সি کم কম (অল্প)>বাংলা কম্ (অল্পকরণ)।
ক্রিয়ামূল, সাধিত (নামধাতু, বিশেষণজাত), বিদেশী এই বিশেষণ-বাচক পদ থেকে নাম ধাতু Öকম সৃষ্টি হয়েছে এই ধাতুজাত ক্রিয়াপদগুলোর ব্যবহার দেখা যায় সাধারণ কালের নাম পুরুষে এবং অসমাপিকা ক্রিয়াপদ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে নিচে এই ধাতুজাত ক্রিয়ামূলের তালিকা তুলে ধরা হলো।

 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কমে কমেন কমেন কম কমি কমি
ঘটমান কমছে কমছেন কমছেন কমছ কমছিস কমছি
পুরাঘটিত কমেছে কমেছেন কমেছেন কমেছ কমেছিস কমেছি
অনুজ্ঞা কমু কমুন কমুন কম কম  
অতীত সাধারণ কমল কমলেন কমলেন কমলে কমলি কমলাম
নিত্যবৃত্ত কমত কমতেন কমতেন কমতে কমতি কমতাম
ঘটমান কমছিল কমছিলেন কমছিলেন কমছিলে কমছিলি কমছিলাম
পুরাঘটিত কমেছিল কমেছিলেন কমেছিলেন কমেছিলে কমেছিলি কমেছিলাম
ভবিষ্যৎ সাধারণ কমবে কমবেন কমবেন কমবে কমবি কমব
ঘটমান কমতে থাকবে কমতে থাকবেন কমতে থাকবেন কমতে থাকবে কমতে থাকবি কমতে থাকব
পুরাঘটিত কমে থাকবে কমে থাকবেন কমে থাকবেন কমে থাকবে কমে থাকবি কমে থাকব
অনুজ্ঞা কমবে কমবেন কমবেন কমো মিস  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কমে কমেন কমেন কম কমিস কমি
ঘটমান কমিতেছে কমিতেছেন কমিতেছেন কমিতেছ কমিতেছিস কমিতেছি
পুরাঘটিত কমিয়াছে কমিয়াছেন কমিয়াছেন কমিয়াছ কমিয়াছিস কমিয়াছি
অনুজ্ঞা কমুক কমুন কমুন কম কম  
অতীত সাধারণ কমিল কমিলেন কমিলেন কমিলে কমিলি কমিলাম
নিত্যবৃত্ত কমিত কমিতেন কমিতেন কমিতে কমিতিস কমিতাম
ঘটমান কমিতেছিল কমিতেছিলেন কমিতেছিলেন কমিতেছিলে কমিতেছিলি কমিতেছিলাম
পুরাঘটিত কমিয়াছিল কমিয়াছিলেন কমিয়াছিলেন কমিয়াছিলে কমিয়াছিলি কমিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ কমিবে কমিবেন কমিবেন কমিবে কমিবি কমিব
ঘটমান কমিতে থাকিবে কমিতে থাকিবেন কমিতে থাকিবেন কমিতে থাকিবে কমিতে থাকিবি কমিতে থাকিব
পুরাঘটিত কমিয়া থাকিবে কমিয়া থাকিবেন কমিয়া থাকিবেন কমিয়া থাকিবে কমিয়া থাকিবি কমিয়া থাকিব
অনুজ্ঞা মিবে কমিবেন কমিবেন কমিয়ো কমি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কমিতে, কমিলে, কমিয়া।          চলিত রীতি :  কমতে, কমলে, কমে


এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু
Öকমা {Öকম্ (কমানো) +আ=Öকমা} দেখুন : কমা