দাম্পত্য সম্পর্ক
বৈবাহিক সূত্রে যাদের সাথে আত্মীয়তা গড়ে উঠে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{দাম্পত্য
সম্পর্ক |
আত্মীয় |
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
ইংরেজি:
relative by marriage
।
ব্যাখ্যা: মানুষের সাথে মানুষের
নানা ধরনের সম্পর্ক থাকে। এই সম্পর্কগুলোর ভিতরে রক্তের সম্পর্ককে নিকটতম সম্পর্ক
বলা হয়। যেমন- পিতা, মাতা, পুত্র, কন্যা ইত্যাদি। এর পরের নিকটতম সম্পর্ক হিসেবে
বিবেচনা করা হয়, বৈবাহিক সম্পর্কের ব্যক্তি বা তাঁর আত্মীয়দের। যেমন- স্বামী,
স্ত্রী, শ্বশুড়, শ্বাশুড়ি, ননদ, শালা শালি ইত্যাদি।