দাম্পত্য পক্ষ
বিবাহের সূত্রে নারী ও পুরুষের মধ্যকার সম্পর্কের যে কোনো একটি পক্ষ।
ঊর্ধ্বক্রমবাচকতা { দাম্পত্য পক্ষ |
দাম্পত্য সম্পর্ক | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা|}
ইংরেজি:
spouse, partner, married person, mate, better half
ব্যাখ্যা: বিবাহের সূত্রে আত্ময়তার সূত্রে পুরুষের সাথে স্বামী-স্ত্রী সম্পর্ক গড়ে উঠে। বৈবাহিক পক্ষ হিসেবে নারী-পুরুষকে দুটি পৃথক সত্তা হিসেবে বিবেচনা করা হয়।