র্তা

বানান বিশ্লেষণ: ভ্+অ+র্+ত্+আ
উচ্চারণ: bʰɔrt̪.t̪a
(ভর্ত্.তা)।

শব্দ-উৎস: সংস্কৃত ্তা>বাংলা ভর্তা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ভৃ (পোষণ করা)  +তৃ (তৃচ্), কর্তৃবাচ্য}=ভর্ত্তৃ>ভর্ত্তা>ভর্তা


পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { দাম্পত্য পক্ষ | দাম্পত্য সম্পর্ক | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা|}
অর্থ:
প্রথাগত বৈবাহিকসূত্রে প্রতিপালনের অঙ্গীকার করে, যিনি কোনো নারীকে জীবনসঙ্গিনী করেন, এই অর্থে ভর্তা 
সমার্থক শব্দাবলি: কান্ত, পতি, বর, ভর্তা, ভাতার, স্বামী।
ইংরেজি:
husband, hubby, married man

 

যৌগিক শব্দাবলি:

পরপদে: অংশুভর্তা