ভৃ
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো-
পোষণ করা এই ক্রিয়ামূল যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।

ভৃ (পোষণ করা) +অ (ঘঞ্)=ভার

ভৃ (পোষণ করা) + অ (অচ্) =ভর

ভৃ (পোষণ করা) + অ (অপ্) =ভর

ভৃ (পোষণ করা) + য (ণ্যৎ)  +আ (টাপ্)=ভার্যা

ভৃ (পোষণ করা) +য (যৎ) =ভৃত্য

ভৃ (পোষণ করা) +ত (ক্ত)=ভৃত

ভৃ (পোষণ করা)  +তৃ (তৃচ্)=ভর্ত্তা>ভর্তা