ক্বিপ্ (০)
সংস্কৃত কৃৎপ্রত্যয়। গ্রন্থভেদে এর লিখিত রূপের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। যেমন

ক. ক্বিপ্  (ক্বিন্)। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, সমগ্র ব্যাকরণ কৌমুদী।
খ. ক্বিপ্। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, বাঙ্গালা ভাষার অভিধান, সংসদ বাংলা অভিধান, সরল বাঙ্গালা অভিধান।
গ.
ক্বিপ্ (০)। বঙ্গীয় শব্দকোষ।

সংস্কৃত এই প্রত্যয়ের সকল অংশ ইৎ হয়, ফলে এর অবশিষ্ট মান থাকে শূন্য।এই বিচারে এই গ্রন্থে 'ক্বিপ (০)' ব্যবহার করা হয়েছে। এই প্রত্যয় ব্যবহারের ফলে কখনো কখনো ক্রিয়ামূলের সামান্য পরিবর্তন ঘটে।


এই প্রত্যয়যোগে যে সকল শব্দ উৎপন্ন হয়, তাদের ভিতর যেগুলো বাংলাতে ব্যবহৃত হয়, তাদের তালিকা দেওয়া হলো

ক্ষুধ্ (ভোজনের ইচ্ছা) + ক্বিপ্ (০)= ক্ষুধ

ত্বিষ্ (দীপ্ত হওয়া) +ক্বিপ্ (০)+আ (টাপ্)=ত্বিষা

যুধ্ (যুদ্ধ করা) + ক্বিপ্ (০)=যুৎ
ভজ্ (ভাগ করা) +ক্বিপ্ (০)=ভাক্

Öভিদ্ (ভেদ করা)+ ক্বিপ্ (০)=ভিৎ