অ
(অপ্)
সংস্কৃত
কৃৎপ্রত্যয়।
এই প্রত্যয়জাত যে সকল শব্দ
বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।
অব-√তৄ
(গমন করা) +অ
(অপ্) =অবতর
।
আ-√দৃ
(আদর করা) +অ (অপ্)
=আদর (স্নেহ বা প্রেম প্রদর্শন)৷ এরূপ : বিস্তর, ভব
ইত্যাদি।
আ-√গ্রহ্
(আশ্রয়
দেওয়া)+
অ (অপ্)
=আগ্রহ।
আ +Öসু
(প্রসব করা)+অ
(অপ্)=আসব
√নু (স্তব করা)
+অ (অপ্)=নব
সম্+√হন্
(গমন করা) +অ
(অপ্)=সঙ্গ
√কৃ
(করা) +অ (অপ্)=কর
সূত্র :
-
বঙ্গীয় শব্দকোষ
(প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
-
বাংলা একাডেমী
ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
-
বাঙ্গালা ভাষার অভিধান
(প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
-
ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রূপম। মে ১৯৮৯।
-
শব্দবোধ অভিধান।
আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
-
সমগ্র ব্যাকরণ কৌমুদী।
সাহিত্য সংসদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিসেম্বর ২০০৩।
-
সরল
বাঙ্গালা অভিধান।
সুবলচন্দ্র মিত্র।