দৃ
সংস্কৃত
ক্রিয়ামূল ।
এর ভাবগত অর্থ হলো- আদর করা। এই
ক্রিয়ামূলের
সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন পদ গঠন করে। এই ক্রিয়ামূলজাত যে সকল শব্দ
বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।
√দৃ (আদর করা) +
অ (অপ্) =আদর (স্নেহ বা প্রেম প্রদর্শন)।
আ-
√দৃ (আদর করা) +
অনীয় (অনীয়রঃ)
= আদরণীয় (আদরের যোগ্য)।
এই
ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য পদ আদর থেকে নামধাতু
√
আদর উৎপন্ন হয়েছে ।
দেখুন :
√
আদর