আদর
নামধাতু। সংস্কৃত আদর শব্দ থেকে এই ক্রিয়ামূল উৎপন্ন হয়েছে।
           
আ-
দৃ (আদর করা) +অ (অপ্) =আদর
            সংস্কৃত আদর>প্রাকৃত
আদর>বাংলা আদর

ভা
বগত অর্থ: আদর করা, স্নেহ করা। এই ক্রিয়ামূল থেকে সকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে
উদাহরণ: আদরিয়া পু্ছিলেন (মহাভারত, বিজয়পণ্ডিত)