হন্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- হত্যা করা, হিংসা করা, তাড়িত করা, গমন করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তার ভিতর থেকে বাংলায় ব্যবহৃত শব্দের তালিকা নিচে দেওয়া হলো।
হন্(হত্যা করা) + অ (অচ্)= হংস
হন্ (হত্যা করা) + অ (অচ্)= হংস
হন্ (হত্যা করা) + অ (ঘঞ্)=ঘাত
হন্ (হত্যা করা) + অ (অপ্)= ঘন
হন্ (হত্যা করা) + অ (টক্)=ঘ্ন (মানুষ ছাড়া অন্য কারো বা কিছু দ্বারা নিধন করা হলে, যেমন- বিষঘ্ন)
হন্ (হত্যা করা) + অ (ক)= ঘ্ন (মানুষের দ্বারা নিধন করা হলে, যেমন- জায়াঘ্ন)
হন্ (হত্যা করা) +অন্ (অনট, ল্যুট) =হনন (হন্তা)
হন্ (হত্যা করা) + = হনু
হন্ (হত্যা করা) + ত (ক্ত)= হত
হন্ (হত্যা করা) + তব্য= হন্তব্য
হন্ (হত্যা করা) + তি (ক্তিন্)= হতি
হন্ (হত্যা করা) + তৃ (তৃচ্) = হন্তা
হন্ (হত্যা করা) +ম (মক্)=হিম
হন্ (হত্যা করা) + মান (শানচ্) = হন্যমান
হন্ (হত্যা করা) +য (ক্যপ) +আ (টাপ্)=হত্যা (প্রাণনাশ)
 

 

 এই ধাতুজাত ণিজন্ত ধাতু হলো ঘাতি {Öহন্ (হত্যা করা) +ণিচ্} দেখুন : ঘাতি