ম (মক্)
টি সংস্কৃত কৃৎ-প্রত্যয়। এই প্রত্যয়ের ক্ লোপ পায় এবং ম ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়।  যে সকল ক্রিয়ামূলের সাথে এই প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তাদের ভিতর যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।

ক্ষু (হাঁচি দেওয়া) +ম (মক্) +আ (টাপ্)=ক্ষুমা
ধূ (কম্পন) + ম (মক্)= ধূম

উষ্ (দহন করা) +ম (মক্)=উষ্ম

হন্ (হত্যা করা)  +ম (মক্)=হিম