পুমান্
বানান বিশ্লেষণ : প্+উ+ম্+আ+ন্।
উচ্চারণ: pu.man (পুমান্)।
শব্দ-উৎস:
সংস্কৃত
পুমান্>বাংলা
পুমান্।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√পা
(রক্ষা
করা)+উম্স্
(ডুম্সুন্),
কর্তৃবাচ্য,
এক বচন}
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পুরুষ
|
ব্যক্তি
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ:
নৃজাতির
পুরুষসত্তা।
এমন
একজন মানুষ, যিনি নারীর গর্ভে সন্তান উৎপাদনে সক্ষম।
সমার্থক শব্দাবলি:
নর,
পুমান,
পুরুষ,
মানব,
মানুষ।
উদাহরণ:
বামভাগে নারী হৈল দক্ষিণে পুমান্। কবিকঙ্কণ-চ্ণ্ডী। বঙ্গবাসী
বিপরীত শব্দ:
নারী
[পুংলিঙ্গার্থে]