মানুষ
বানান্ বিশ্লেষণ: ম্+আ+ন্+উ+ষ্+অ
উচ্চারণ:
ma.nuʃ (মা.নুশ্)
শব্দ-উৎস: সংস্কৃত মানুষ> বাংলা মানুষ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মনু + অ (অণ্), ষ-এর আগম।
হিন্দু পৌরাণিক কাহিনি মতে− ব্রহ্মার মন থেকে উদ্ভূত হয়েছিলেন মনু । আর মনু থেকে মানুষ জাতির উৎপত্তি হয়েছিল। সংস্কৃত ব্যাকরণে মনুর সন্তান অর্থে মানুষজাতিকে নির্দেশ করা হয়েছে।
পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {হোমো | হোমোনিনি | হোমিনিডি | হোমোনোইডি | ক্যাটার্‌হৃনি | সিমিফর্ম্‌স | হ্যাপ্লোর্‌হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ:
হোমিনিডি গোত্রের হোমো
(Homo) গণের যে কোন জীবিত বা বিলুপ্ত প্রজাতি, যারা বুদ্ধিমত্তার বিচারে শ্রেষ্ঠ, বাক্‌প্রত্যঙ্গ দ্বারা সৃষ্ট ভাষার সাহায্যে সুচারুরূপে মনের ভাব প্রকাশ করতে পারে এবং ভূমির উপর দুই পায়ে সরলভাবে দাঁড়াতে পারে। এরা নিজের বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের প্রয়োজনীয় জীবনধারণের উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে এবং উপাদনসমূহ থেকে নানাবিধ উপকরণ তৈরি করতে পারে। উন্নত মানসিক ভাবনার দ্বারা চিত্তবিনোদনের জন্য নানাবিধ বিমূর্তভাবনা উপস্থাপন করতে পারে।
বৈজ্ঞানিক নাম:
Homo sapiens
           [বিস্তারিত : মানুষ [জীববিজ্ঞান]

সমার্থক শব্দাবলি: আদম, আদমি, ইনসান, জন, নর, নৃ, মনুজ, মনুষ্যমানব, মানুখ, মানুষ, লোক,  হোমো।।
বিপরীত শব্দ: অমানুষ [ভাবার্থে]

২. ঊর্ধ্বক্রমবাচকতা {| পুরুষ | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:নৃজাতির পুরুষসত্তা। এমন একজন মানুষ, যিনি নারীর গর্ভে সন্তান উৎপাদনে সক্ষম।
সমার্থক শব্দাবলি: নর, মানব, মানুষ
বিপরীত শব্দ: মানুষী
ইংরেজি:
male, male person

৩. ঊর্ধ্বক্রমবাচকতা {| ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: একক মানবসত্তা।
সমার্থক শব্দাবলি: মানুষ, ব্যক্তি, লোক।
ইংরেজি: person, individual, someone, somebody, mortal, soul

মানুষ শব্দযুক্ত ক্রিয়ামূল: