হ্যাপ্লোর্হৃনি
হ্যাপ্লোর্‌হৃনির অন্তর্গত প্রজাতিগুলোর মস্তিষ্ক বেশ বড় এবং সুগঠিত। এদের অধিকাংশই বিভিন্ন বর্ণ শনাক্ত করতে পারে এবং ত্রিমাত্রিক দৃশ্য দেখতে সক্ষম। এদের বিভিন্ন প্রজাতি চলাচলের ক্ষেত্রে হাতের ব্যবহার করলেও, পা-ই এদের প্রধান অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {
| হ্যাপ্লোর্হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
Haplorrhini


ব্যাখ্যা: হ্যাপ্লোর্‌হৃনির অন্তর্গত প্রজাতিগুলো ৫ কোটি ৮০ লক্ষ বৎসরের ভিতরে এই উপবর্গটি দুটি ক্ষুদ্রবর্গে (Infraorder) বিভাজিত হয়ে যায়। এই বর্গ দুটি হলো