প্রাণী
চলাচল করতে পারে এমন জীবসত্তা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
animal, animate being, beast, brute, creature, fauna
ব্যাখ্যা:
চলাচলে সক্ষম এমন জীবসত্তা।
কঠিন খাদ্যগ্রহণে সক্ষম, কোষসমূহ জড়প্রাচীর ধর্মী নয়, এবং স্বেচ্ছায় চলাচল করতে পারে।
প্রাণীর দৈহিক বৈশিষ্ট্য অনুসারে নানাভাগে ভাগ করা হয়েছে। যেমন−
-
অমেরুদণ্ডী
(invertebrate):
দেহ-কাঠামোতে নটোকর্ড বা মেরুদণ্ড নাই, এমন যে কোনো প্রাণী।
-
কর্ডেট
(chordate)
: দেহ-কাঠামোতে নটোকর্ড বা মেরুদণ্ড আছে, এমন কর্ডাটা পর্বের যে কোন প্রাণী।
ভ্রূণ
(embryo, conceptus, fertilized egg)
প্রাণীর দেহাভ্যন্তরে সৃষ্ট
সন্তানের আদি দশা।