মেরুদণ্ডী
যাদের মেরুদণ্ড খণ্ড অস্থি বা তরুণাস্থি দিয়ে তৈরি এবং যা করোটিতে যুক্ত।
ঊর্ধ্বক্রমবাচকতা
{মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
vertebrate, craniate
ব্যাখ্যা: ভার্টিব্রেট
উপ পর্বের প্রাণীগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন
(aquatic vertebrate):
যে সকল মেরুদণ্ডী প্রাণী জলে বাস করে।
পাখি
(bird):
সম্মুখের অঙ্গ পাখাতে রূপান্তিরত হয়েছে এমন পালকাবৃত উষ্ণরক্তবিশিষ্ট ডিম-প্রসবকারী মেরুদণ্ডী
প্রাণী ।
স্তন্যপায়ী
(mammal, mammalian
মেরুদণ্ডী, উষ্ণরক্তবিশিষ্ট প্রাণী,
ত্বক কম-বেশি পশমাবৃত, সজ্ঞান শিশু জন্মগ্রহণ করে। ব্যতিক্রম ক্ষুদ্র উপশ্রেণী।
সরীসৃপ
(reptile)
: বিভিন্ন ধরনের কচ্ছপ, সাপ,
টিকটিকি, এ্যালিগেটর, কুমির এবং বিলুপ্ত প্রাণীসমূহ-সহ সরীসৃপ শ্রেণীর
শীতলরক্তযুক্ত যে মেরুদণ্ডী যে কোন প্রাণী।