সরীসৃপ
বিভিন্ন
ধরনের কচ্ছপ, সাপ, টিকটিকি, এ্যালিগেটর, কুমির এবং বিলুপ্ত প্রাণীসমূহ-সহ সরীসৃপ
শ্রেণীর শীতলরক্তযুক্ত যে মেরুদণ্ডী যে কোন প্রাণী।
ঊর্ধ্বক্রমবাচকতা
{সরীসৃপ। মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
reptile
ব্যাখ্যা: সরীসৃপ শ্রেণির
প্রাণিকূলের দৈহিক বৈশিষ্ট্যের বিচারে নানাভাগে ভাগ করা হয়। যেমন-
(diapsid, diapsid reptile)
মাথার খুলির প্রতিটি চোখের পিছনে একজোড়া ছিদ্র আছে এমন সরীসৃপ।