ডায়াপ্সিড
 মাথার খুলির প্রতিটি চোখের পিছনে একজোড়া ছিদ্র আছে এমন সরীসৃপ।
ঊর্ধ্বক্রমবাচকতা {ডায়াপ্সিড | সরীসৃপ | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

ইংরেজি:
diapsid, diapsid reptile
ব্যাখ্যা: সরীসৃপ শ্রেণির প্রাণীর একটি বিভাগ বিশেষ। এদের মাথার খুলির প্রতিটি চোখের পিছনে একজোড়া ছিদ্র থাকে। দৈহিক বৈশিষ্ট্যের বিচারে এদের কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন-