উভচর
শীতল রক্তের মেরুদণ্ডী প্রাণী, যারা পানিতে ডিম পাড়ে এবং ডাঙায় বসবাস করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
amphibian
ব্যাখ্যা: মেরুদণ্ডী
প্রাণীর একটি শ্রেণি। এরা পানিতে ডিম পাড়ে। এই ডিম বা লার্ভা থেকে পূর্ণ প্রাণী
হিসেবে পানিতে বিকশিত হয়। এরপর এরা পানি ছেড়ে ডাঙায় উঠে এসে বসবাস শুরু করে। যেমন-
ব্যাঙ