পাখি
সম্মুখের অঙ্গ পাখাতে রূপান্তিরত হয়েছে এমন পালকাবৃত
উষ্ণরক্তবিশিষ্ট ডিম-প্রসবকারী মেরুদণ্ডী প্রাণী।
ঊর্ধ্বক্রমবাচকতা
{পাখি |
মেরুদণ্ডী|
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
bird
সমার্থক শব্দাবলি: গগনগতি, খগ, খগম, খেচর, চিড়িয়া, নভৌকা, পংখি, পঙ্খি, পঙ্খী, পক্ষধর, পক্ষালু, পক্ষী, পতগ, পতত্রি, পাক, পত্ররথ, পত্রী, পাখি, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম।
সামগ্রিকভাবে পাখি জাতীয় প্রাণীকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন-(aquatic bird):
মিষ্টি বা লবণাক্তা অগভীর জলে হাঁটে, সাঁতার কাটে বা জলে ডুব দিতে পারে, এমন যে সকল
পাখির সামগ্রিক নাম।