জলচর পাখি
মিষ্টি বা লবণাক্তা অগভীর জলে হাঁটে, সাঁতার কাটে বা জলে ডুব দিতে পারে, এমন যে সকল
পাখির সামগ্রিক নাম।
ঊর্ধ্বক্রমবাচকতা
{জলচর পাখি | পাখি |
মেরুদণ্ডী|
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি: aquatic bird
জলচর পাখিকে নানাভাগে ভাগ করা হয়। যেমন।
(waterfowl, water bird, waterbird):
যে সকল পাখি মিষ্টি জলে বিচরণ করে
সাগর পাখি
(seabird, sea bird, seafowl)
এই জাতীয়
পাখি সমুদ্র উপকূলে বা খোলা সমুদ্রে বিচরণ করে
জল পদচারী পাখি
(wading bird, wader)
এই জাতীয়
পাখি অগভীর জলে লম্ব লম্বা পা ফেলে খাদ্যানুসন্ধানে হাঁটে।