ব্যক্তি
বানান বিশ্লেষণ :
ব্+য্+অ+ক্+ত্+ই।
উচ্চারণ: 
bek.t̪i 
(বেক্.তি)
	
	বেক্.তি [ক্তি-এর 
	ই-কারের প্রভাবে 'ব্য' বে ধ্বনিতে পরিণত হয়। ক্ত (ক্.ত)=এর ক্ অংশ বে ধ্বনির 
	সাথে যুক্ত হয়ে একাক্ষর বেক্ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট তি ধ্বনি 
	একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]
শব্দ-উৎস:
সংস্কৃত 
व्यक्ति 
(ব্যক্তি)>বাংলা 
ব্যক্তি। 
রূপতাত্ত্বিক 
বিশ্লেষণ: 
বি-√অন্জ্ 
(মাখা) +তি 
(ক্তিন্),,ভাববাচ্য।
পদ: 
বিশেষ্য
	
	
	১.
	ঊর্ধ্বক্রমবাচকতা
	 {|
	
	জীবসত্তা
	
	|
	
	জীবন্তবস্তু |
	দৈহিক-লক্ষ্যবস্তু
	| 
	
	দৈহিক সত্তা
	| 
	
	
	সত্তা
	
	
	|}
	
	অর্থ: একক মানবসত্তা।
সমার্থক শব্দাবলি: 
	মানুষ, ব্যক্তি,
	লোক।
ইংরেজি: 
	
	person, individual, someone, somebody, mortal, soul।
	 
	
	
	২.
	
	ঊর্ধ্বক্রমবাচকতা 
	
	{
	
	
	|
	
	
	ব্যাখ্যান 
	
	|
	
	বিবৃতি 
	
	
	|
	
	
	
	বার্তা 
	
	|
	
	
	যোগাযোগ 
	
	
	|
	
	
	
	
	বিমূর্তন
	
	
	| 
	
	
	
	বিমূর্ত সত্তা
	
	| 
	
	
	সত্তা
	
	
	|}
	
	
	অর্থ: যা ব্যক্ত করা।
	
	
	সমার্থক শব্দাবলি: প্রকটন, প্রকাশন, ব্যঞ্জন। 
	উদাহরণ: অভিব্যক্তি, ভাবব্যক্তি।
	
	
	ইংরেজি: 
	
	revelation, exposition।
 
সমাজবিজ্ঞানের বিচারে ব্যক্তি
মনুষ্যজাতির যে কোনো 
একজন। এই 
বিচারে ব্যক্তি হচ্ছে মনুষ্যজাতির ক্ষুদ্রতম একক। একাধিক ব্যক্তি মিলিত হয়ে নানা 
ধরনের সমষ্টিগত একক গঠন করে। যেমন- পরিবার, গোষ্ঠী, সমাজ ইত্যাদি।
সূত্র : 
	
	- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। 
	১৪০৮। 
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য 
	অকাদেমী। ২০০১। 
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫। 
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র 
	১৪০৯/এপ্রিল ২০০৩।  
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি. 
	আচার্য। জুলাই ১৯৯৭। 
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন 
	দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। 
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। 
	দোলযাত্রা ১৩৯৭। 
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক। 
	ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।  
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। 
- ব্যাবহারিক বাংলা উচ্চারণ অভিধান। আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল 
	চৌধুরী, নরেন বিশ্বাস। জাতীয় গণমাধ্যম ইনসটিটিউট। ৮ ফাল্গুন ১৩৯৪ 
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। 
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক 
	এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। 
	মার্চ ২০০০। 
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২। 
	
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত পুস্তক 
	ভাণ্ডার, বইমেলা ১৪০৮
- সরল বাঙ্গালা 
	অভিধান। সুবলচন্দ্র 
	মিত্র। 
- 
	A Dictionary English and Sansktit/M.Monier-William [Motilal 
	Banarssidass Publishars PTV. 1976
- 
	wordnet 2.1