ব্যক্তি

বানান বিশ্লেষণ : ব্+য্+অ+ক্+ত্+ই।
উচ্চারণ: bek.i (বেক্.তি)

বেক্.তি [ক্তি-এর ই-কারের প্রভাবে 'ব্য' বে ধ্বনিতে পরিণত হয়। ক্ত (ক্.ত)=এর ক্ অংশ বে ধ্বনির সাথে যুক্ত হয়ে একাক্ষর বেক্ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট তি ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত व्यक्ति (ব্যক্তি)>বাংলা ব্যক্তি।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বি-অন্‌জ্ (মাখা) +তি (ক্তিন্),,ভাববাচ্য
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা  {| জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: একক মানবসত্তা।
সমার্থক শব্দাবলি:
মানুষ, ব্যক্তি, লোক।
ইংরেজি:
person, individual, someone, somebody, mortal, soul

 

২. ঊর্ধ্বক্রমবাচকতা { | ব্যাখ্যান | বিবৃতি | বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

অর্থ: যা ব্যক্ত করা।

সমার্থক শব্দাবলি: প্রকটন, প্রকাশন, ব্যঞ্জন।
উদাহরণ: অভিব্যক্তি, ভাবব্যক্তি।

ইংরেজি: revelation, exposition

 

সমাজবিজ্ঞানের বিচারে ব্যক্তি
মনুষ্যজাতির যে কোনো
একজন। এই বিচারে ব্যক্তি হচ্ছে মনুষ্যজাতির ক্ষুদ্রতম একক। একাধিক ব্যক্তি মিলিত হয়ে নানা ধরনের সমষ্টিগত একক গঠন করে। যেমন- পরিবার, গোষ্ঠী, সমাজ ইত্যাদি।


সূত্র :