হোমোনিনে
৬০ লক্ষ বৎসর আগে হোমোনিডি
উপগোত্রের হোমিনিনি গোষ্ঠী
থেকে প্যান গণ পৃথক হয়ে যায়। এই গণের পরিচিত প্রজাতি হলো
শিম্পাঞ্জি।
বাকি প্রজাতিগুলোকে ফেলা হয়
হোমো
গণ। এই গণ থেকে উদ্ভব হয় মানুষ-সহ বেশকিছু প্রজাতি।
ঊর্ধ্বক্রমবাচকতা {
|
হোমোনিনি
|
হোমিনিডি
|
হোমোনোইডি
|
ক্যাটার্হৃনি|
সিমিফর্ম্স |
হ্যাপ্লোর্হৃনি
|
প্রাইমেট
|
অমরাযুক্ত স্তন্যপায়ী
| স্তন্যপায়ী
|
মেরুদণ্ডী
| কর্ডেট
|
প্রাণী
| জীবসত্তা
| জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
Homininae
ব্যাখ্যা: হোমিনিনি বিভাজিত হয়ে
হোমো গণের উৎপত্তি হয়।
প্যান
হোমো (Homo): এই গণ থেকে উৎপন্ন হয়েছে আধুনিক মানুষ ও মানুষের কাছাকাছি প্রজাতিসমূহ।