হোমোনিডি
বানান্ বিশ্লেষণ: হ্+ও+ম্+ও+ন্+ই+ড্+ই
উচ্চারণ:
ɦo.mo.ni.ɖi (হো.মো.নি.ডি)।
ইংরেজিতে Hominidea-এর উচ্চারণ হোমোনিডি বা হোমোনিডাই। বাংলাতে হোমোনিডি প্রচলিত।

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {হোমো | হোমোনিনি | হোমিনিডি | হোমোনোইডি | ক্যাটার্‌হৃনি | সিমিফর্ম্‌স | হ্যাপ্লোর্‌হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |
}

অর্থ: প্রাণীজগতের একটি গোত্র বিশেষ। সাধারণত বৃহৎ এপসমূহ এই গোত্রের অধীনে রাখা হয়েছে। জীবজগতের ১ কোটি ৮০ থেকে ১ কোটি ২০ লক্ষ বৎসর আগে হোমিনিডি
(Hominidae) গোত্রের প্রাণীকুলের বিভাজিত হয়ে যায়। এর একটি ভাগ থেকে সৃষ্টি হয় পোঙ্গোগণের (Pongo) প্রাণীকূল। এই গণের প্রাণীদের সাধারণ নাম ওরাংওটাং। এর দ্বিতীয় ভাগকে বলা হয় উপগোত্র (SubFamily) হলো- হোমিনিনি (Homininae)