হোমো
এই গণ থেকে উৎপন্ন হয়েছে আধুনিক মানুষ ও মানুষের কাছাকাছি প্রজাতিসমূহ।

ঊর্ধ্বক্রমবাচকতা { হোমো | হোমোনিনি | হোমিনিডি | হোমোনোইডি | ক্যাটার্‌হৃনি| সিমিফর্ম্‌স | হ্যাপ্লোর্‌হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
Homininae

ব্যাখ্যা: হোমিনিনি বিভাজিত হয়ে হোমো গণের উৎপত্তি হয়। এই গণের প্রজাতিগুলো হলো


   
Homo habilis হোমো হ্যাবিলিস
    Homo rudolfensis হোমো রুডোলফেনসিস  
    Homo georgicus হোমো জর্জিকাস  
    Homo  ergaster হোমো এর্গাস্টার
    Homo erectus হোমো এর্গাস্টার
    Homo atlanthropus হোমো আটল্যান্‌থ্রোপাস  
     Homo antecessor হোমো এন্টেসেসর
    Homo cepranensis হোমো সেরানেসিস
    Homo heidelbergensis হোমো হাইডেলবার্গেনসিস
    Homo neanderthalensis হোমো নিয়ানডার্থালেনসিস  
    Homo rhodesiensis হোমো রোডেসিয়েনসিস  
    Homo sapiens হোমো স্যাপিয়েন্স